জন্মে শুনেছি, কৈশোরে দেখেছি, যৌবনে হয়েছি শিকার
স্বাধীন ভাবনা, চেতনা গুমরে কাঁদছে, বিকিয়ে যাচ্ছে অধিকার
কেন মেলাতে হবে পায়ে পা ? অন্নে বস্ত্রে নির্বোধ অনুসরন
কেন খেতে হবে পর-রুচিতে ? করতে হবে অপরাধী যাপন
শরীর মন সব আমার, কেন মানতে হবে যুগপৎ  ধারা
শিক্ষার আলোয় কেন জানতে চাইবো না, ঠিক বলছে কারা ?


মেনে নিতে নিতে পোঁছেছি খাদের কিনারায়, মানবতার বদ্ধভূমি
যেখানে আলোর দিশা নেই, আশা নেই, বেঁচে থাকা বিশ্বাস চুমি
নিজের প্রয়োজনে নয়, বলবান মিথ্যার পক্ষে থেকেই জীবন ধন্য  
বিরোধে লুঠ হয়ে যায় ছায়া, মায়া, ভালোবাসা, যেন সবকিছু পণ্য
ক্ষুধা, অসহয়তা নিংড়ে নিলেও জীবনের দ্যুতি, সায় দেওয়াটাই কাজ
জীবনের আশু প্রয়োজন অবাস্তব, ফতোয়ার যাপনই মহামূল্য সাজ।  


সোনারপুর
০৯.০৪.২২