লবণে আর টকে চিরকালের দোস্তি
হাল্কা মরিজ মেশালে সাথে জমে ওঠে মস্তি  
টকে পানি লবণে স্বাদ মরিচে বিবাদ
মিলমিশ না হোলে জিন্দেগী বরবাদ।


কুমড়ো আর তেঁতুলের গলায় গলায় ভাব
কোন সচ্চা কোন ঝুটা না দেখাই লাভ
ফটাফট বন্দেগী জাঁহাপনা জী হাঁ মঞ্জুর
উৎস খুঁজলেই বিপদ ভাব বেপাত্তা সুদুর।


টোপের ফাতনার কাজ একটাই ভেসে থাকা
এমন না হলে জোটে তকমা ভীষণ বোকা
সিঁদুরে মেঘে ভয় ধরে জনমনে জাগে হলাহল  
উপদ্রবের ঝড়ে বিভীষিকার কুণ্ডলী, নয় ছল।  


সোনারপুর
৩০/০১/২০২৩