ভাল্লাগেনা, ভারি ভারি শব্দ ফুলে নূতন মালা গড়ি
এসোনা,  জমে থাকা কথা নিয়ে শুধুই গল্প করি  
দেখ, ঐ মেঘগুলো সব কেমন মজায় করছে ওড়া-উড়ি        
নানা রঙে আকাশ জুড়ে, মেঘ বালিকা মেলছে শাড়ী  
দেখ,  ঐ আকাশ জুড়ে ফিরছে কারা, মাতিয়ে কলরবে
গোধুলির নরম আলোয় নক্সা কেটে, আপন নীড়ে সবে
কিসের তাড়ায় সন্ধ্যাতারা জাগছে বল সময় মেপে মেপে
ছায়া গুলো কোথায় গেল, এইতো ছিল, পদ্ম জলে জেগে।


সাঁঝ বাতিদের ঘুম ভেঙেছে, কাছে দুরে সকল ঘরের কোণে  
মালতী আর মল্লিকা, সন্ধ্যা মেখে হাসছে মনে মনে  
বাতাস এসে বলে গেল, হাসনুহানা মুখ করেছে ভার
বৃষ্টি ছাড়া নয় সে খুশী, আঁধার এলেও মন ভরেনা তার
জোনাক জ্বালা রাতের আঁধার, আকাশে ফুলের ছড়া ছড়ি
এমন সময় রোজ পাবেনা, এসো সবাই গল্পে ভাসাই তরী।      


সোনারপুর
১১/৬/২০১৮