শুরুর একটা সময় থাকে, শেষ ও শুরুর মাঝে কী শূন্য
সত্য মিথ্যা জানে কী কেউ; মাইথ্যোলজি পায় প্রাধান্য  
সময় মানি চক্রাকারে, জেনেছি পৃথিবিটাও ঘুরছে তেমন
একের পরে এক, সময় ধরে হয় নানা পট পরিবর্তন।  


মাইথ্যোলজির চলন সময় মেপে মেপে, আমরাও চলি তাই
জন্ম থেকে মৃত্যু অবধি অনেক ধাপ, পেরিয়ে আসি সবাই
রহস্যে মোড়া সৃষ্টি শেষের তত্ত্ব; যা র‍য়েছে এখনো অধরাই    
জন্মের আগে আর মৃত্যুর পরে কী ? বাস্তব জ্ঞানে শূন্যই ।


পূর্ব জন্ম; পরের জন্ম, এই ধারনা বিজ্ঞান কী স্বীকার করে ?
বিশ্বাস আর বিজ্ঞানের মাঝে কী ? কে আগে কেই বা পরে  
গণিত; দর্শন; প্রমাণ,  এখানেই প্রমাদ, পথ চিরকাল ভিন্ন
শক্তি নাকি সাধনা উৎস কিসে, হিসাব মেলে না, সব শূন্য ।  

সোনারপুর
২৮.০৪.২০২০