যখন আত্মার কোন বিলাস ছিলনা তখনো সে ছিল
যখন আমিত্ব অনুভবের সুচনা হয়নি তখনো সে ছিল
অনন্ত আত্মার ধারক হয়ে সে ছিল অনাদি সত্যে
সব চলে গেল, আমিত্ব খসে গেল, সে যায়নি !
যখন আত্মার কোন বিলাস ছিলনা তখনো সে ছিল
যখন আমিত্ব অনুভবের সুচনা হয়নি তখনো সে ছিল
অনন্ত আত্মার ধারক হয়ে সে ছিল অনাদি সত্যে
সব চলে গেল, আমিত্ব খসে গেল, সে যায়নি !
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২৯টি মন্তব্য এসেছে।
শূণ্যেই আধ্যাত্বিক দর্শণ......
বোঝে শুধু শ্রেয়গন......
অঙ্কিতা***
এক কথায় অসাধারণ অনুভব। আমি বলি এটাই সত্য
সুন্দর কাব্য উপহার। মুগ্ধতা রেখ গেলাম প্রিয় কবির পাতায়।
শুভকামনা রইল সাথে।
হয়তো এটাই পূর্ণতা
শূন্যের এমন সর্বব্যাপ্তি নিয়ে বড়ো ভালো বললেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন প্রিয় কবি
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর।
রূপক কবিতাটি ভাল লাগলো
প্রিয় বরেণ্য কবিবর,,দর্শন তত্ত্ব ও আধ্যাত্মিক ভাবনার সার্থক প্রতিফলন ঘটিয়েছেন।খুবখুব ভালো লিখেছেন।সদা ভালো থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
একদম সত্যি কবিবর। বাস্তব উপলব্ধির দুর্দান্ত প্রকাশ কবিবর। শুভকামনা নিরন্তর
দাদা আমার বিভুতি
বিচিত্র তার অনুভুতি !
লিখেন তিনি অনুপম
অল্প কথা গল্প কম ।
অশেষ শুভেচ্ছা রইল দাদা । অপেক্ষায় আছি ২১ শে ফেব্রুয়ারির জন্য । দাদার সাথে দেখা করে সেদিন হবো যে ধন্য ।
অপূর্ব দার্শনিক কাব্য উপস্থাপনায় মাতিয়ে গেলেন প্রিয় কবি। শুভেচ্ছা নিরন্তর। শুভ কামনা রইল। ভালো থাকুন সবসময়।
চমত্কার দার্শনিক ভাবনার প্রতিফলন ।বেশ ভালো লাগল কবিবর ।শুভেচ্ছা জানবেন।
খুব সুন্দর!
ভাল থাকুন
আত্মা সে জীবন বিধাতা
চায় না দিতে বুকে ব্যথা ।
ভাল লাগল কাব্য ভাবনা ।
অশেষ শুভেচ্ছা প্রিয়কবি ।
বাঃ চমৎকার উপলব্ধি আর লেখা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
Embrace your soul and stop the terror growing
within you and embrace life as a whole.
pretty much enjoyed your well written presentation.
All the best!!
অতি চমৎকার উপলব্ধির নান্দনিক উপস্থাপনায় রূপকতা কাব্যের অনুপম কাব্যিকতায় মুগ্ধ হলাম শ্রদ্ধেয় সনামধন্য কবি বন্ধুবর। শুভেচ্ছা ভরা ভালবাসা রেখে গেলাম। ভাল থাকুন কবি বন্ধু।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.