যদি বেশ কয়েকটা দশক পিছিয়ে যাই এখনো শুনতে পাই
বড়দের সাবধানী বাণী ঘুমিয়ে থাকলে ভবিষ্যত হবে ছাই
পড়তে বসেই হোক বা সকালে ঘুম ভাঙতে দেরি হলে
কানে আসত যতই বলো, কয়লার ময়লা যায় না ধুলে
খুশী হত রাত জেগে পরীক্ষার পড়ায় মনযোগ দিলে
বড়রা হয়ত চাইত না ঘুমিয়ে কাটুক দিন বয়ঃসন্ধির কালে
তাদের উদ্দেশ্য বোঝার ক্ষমতা ছিল না, বোকা ছিলাম সবাই
কানে বাজত একটা কথা, বেশি ঘুমোলে ভবিষ্যৎ হবে ছাই।


উল্টো পথে যদি ফিরি এগিয়ে আসি সময়ের সাথে, দেখতে পাই  
ঘুমের জন্য সত্যি সময় নেই, চাহিদার বাড় বাড়ন্ত ঠিক এই পর্যায়েই    
বড় ছোট সব একই নাওয়ের যাত্রী, প্রতিযোগিতা লক্ষ্য একটাই
বিজ্ঞানের ব্যবসা নির্ভর উন্নতির শরিক হতে মুঠোভর্তি সাফল্য চাই
ভোর হয়ে যায় ঘুমোতে, কারো ক্যারিয়ার কারো বা মোবাইল নেশায়  
হার্টের রুগী বা অম্বলের দুজনেই বুঁদ তন্দ্রা হরনি মোহিনী চ্যাট বার্তায়    
ডাক্তারখানা অনলাইন, বাবা মা সন্তান ঘুমের সমস্যায় চিকিৎসা চায়
ডাক্তারবাবু কর্তব্য করেন বাঁধা ছকের নিদানে, আছেন যখন পেশায়
রান্নার সময় কোথায় সকালে বা রাতে, হোম ডেলিভারি ষ্ট্রীট ফুডেই গতি
মানুষের রোজগার বাড়ছে, আনকোরা অসুস্থতায় জীবন বৃত্তের দ্রুত নিবৃতি।      


যার আছে বা যাদের নেই সহবস্থানে জমজ, ঘুম দিয়েছে সবাইকে ফাঁকি  
কারো ভরসা ট্যাবলেটে কারো বা পানীয়ে যার যেমন নিত্য দেয় উঁকি
অনলাইন সেলের বিজ্ঞাপন মোবাইলে লোভের দুরন্ত টোপ, রাত ঘুম হীন
দিনের থেকে রাতেই ব্যস্ততা বেশি,সময় কমতে কমতে ভোঁস ভোঁস দুস্থ দীন।


সোনারপুর
৫/১১/২০২২