সব দর্শন গোল্লায় যায় চাকে যদি মেলে মধু  
শৃঙ্খলা মেনে কেউ কি চোষে নিজ আঙুল শুধু ?    
আপন হিতে মনের খিদে মিটতে দেখি না কভু
জনমানসে জাগলে ঘৃণা কি বলেন ? রক্ষা কর প্রভু !


উন্মাদ যায় তীর্থ করতে সিঁধেল শানায় সিঁধ কাঠি  
বিজ্ঞজনে হিসেব কষে সুদে মূলে লাভ না ক্ষতি
ল্যাং মারাতে দক্ষ শিল্পীর অভাব হয় না ভাতের
ডিগবাজী ও শিল্প এখন উপদেষ্টা ভীষণ বড় মাপের ।


হন্যে হয়ে ঘুরছে হুলো ধরতে সকল সাম্যবাদী দল
বাঘের আগে ফেউ ডেকে যায় মহিমায় যা অতল
জেনে বুঝে দন্ডীকাটা গন্ডিতে আর কে থাকতে চায়
তরজা কেবল উপর উপর চাটাচাটি চোখ এড়িয়ে যায়।


সত্য নাকি তারাই বলে চিরকালের জড় ভুতের দল
খায় দায় গান গায় মাথামোটা মনেও নেই বল
দর্শনের ভুতে হয় না কিছুই সময় থাকে নিষ্ফল
আগামীর ভাবনা তারাই ভাবে যারা বুদ্ধিতে নয় নিশ্চল।    


দুর্ভাবনার কারণ নেই আইনের ফাঁকে অনেক দূরে খরা
তদন্তের পথ সোজা নয় অপবিদ্যা পরতে পরতে মোড়া
গতি-প্রকৃতি বুঝতে বুঝতেই সময় শেষ খোলে নতুন দোর
সুরক্ষাবলয়ে নামের ভারে মেলে কোথাও বা জামাই আদর।


সোনারপুর
১১/০৪/২০২৩