হুঁ হুঁ চিত্রগুপ্তের হিসেব আছে, কাকে কখন নেবে ডেকে
সময় হলেই মানুষ মরে, সব ঐ উপর ওয়ালার হাতে
মিছামিছি দূষণ বলে,  কোন উপকার হচ্ছে তাতে  
পেতে কি গরুর দুধে সোনার হদিস ? সত্যি যদি দূষণ হতো !        
শশ্মানে হয়েছে সিদ্ধি লাভ, এমন নজির আছে কত  
শরীর থাকলে রোগ ধরবে, চিকিৎসা পাবে হাসপাতালে  
ডাক্তারবাবু দিয়েছে কি শংসাপত্র, মৃত্যুর কারণ দূষণ বলে    
ভুল ভাবনায় কোন উপকার, ছড়িয়ে বাণী জলে স্থলে    
বিশ্বাসে মিলায় সব, এই ভাবনা ভুল কি তবে ?    


দূষণ দূষণ ঢেউ তুলে
গুটি কতক আদালতে যাচ্ছে চলে
ওজনদার তকমা নিয়ে নামের কোলে    
ধম্ম কথা না ভেবে, উদ্ভট সব কথা বলে  
বোঝেনা কোনটা আগে, ধম্ম নাকি পানির মান !    
দিয়েছে যখন উপরওলা, শুধু শুধু কেন টেনশন।


প্লেন উড়ছে গাড়ি চলছে; ঠিক আছে, ধম্ম কথাও ভাবতে হবে
রোদ বৃষ্টি গাছ গাছালি আগেও ছিল, এখনো আছে, থাকবে ভবে
বললে কথা দোষের হবে, বিশ্বাসেই মানুষ আছে বেঁচে
দূষণ-টুশণ কোথায় কি, নেই কাজ, সময় কাটায় খই ভেজে        
গেল গেল জিগির তুলে,  নানা অছিলায় মামলা করে
নাম কিনতে ছবি ছড়ায়, খবরের কাগজের পাতা জুড়ে !    


সোনারপুর
৫/১১/২০১৯