বসন্ত যদি না আসে ফুলের সমারোহে, বারুদ রোষে হয় সে সাজ    
দূষণ দহনে ঝিমালেও পলাশ শিমুল প্রজাপতি, বুঝতে পারি না ক্ষতি !
নতশিরে ব্যথাহত সবুজ প্রহর গোনে, মুকুলে মুকুলে বিম্বিত লাজ  
বসন্ত যদি না আসে ফুলের সমারোহে, বারুদ রোষে হয় সে সাজ    
প্রাণের আঙিনায় মর্মর ধ্বনি বাতাসে ভাসে ছাই, এ কোন বসন্তের তাজ !    
কতটা পথ এভাবে ফুরালে বুঝতে পারবে মানুষ,  দুয়ারে দাঁড়িয়ে দুর্গতি  
বসন্ত যদি না আসে ফুলের সমারোহে, বারুদ রোষে হয় সে সাজ  
দূষণ দহনে ঝিমালেও পলাশ শিমুল প্রজাপতি, বুঝতে পারি না ক্ষতি !  
    
সোনারপুর
২৫/০৩/২২