অসুখ ঠিক কতটা গভীর; আগে যায় না জানা  
সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে নানা কীটের বাসা
বিচিত্র বর্ণে; কর্মে বিচরণ, অর্থে অনর্থ;  নেশা
হাত বাড়ালেই জমে আসর, কোথাও নেই মানা।


আইন কানুন ফাইল বন্দী, দেখা তাদের যায় না
রাষ্ট্র; রাজ্য; ব্যাক্তি,  লক্ষ্য সবার একই তারে বাঁধা
গণতন্ত্রের নিয়ম ১৮ মাসে বছর, যতই লাগুক ধাঁধা
অপরাধী হাসতে থাকে, সুরক্ষা রাম-গরুড়ের ছানা।  


অপরাধের দাগ মুছে যায়; কালচক্রে নানা ক্ষেত্রে রফা
সান্ত্রি সেপাই দিবা নিদ্রায়; পক্ষ বিপক্ষ সবাই শান্ত
ঠান্ডা লোহা বাঁকানো কঠিন, হাতুড়ি বিষাদে বিভ্রান্ত
নিত্য নতুন খেলার আসর; গণতন্ত্রে সবার জন্যই সুরক্ষা।    


সোনারপুর
০৭/০৯/২০