ধর, কোন এক বর্ষা রাতের অন্ধকারে ঝোড়ো হাওয়ায়
হাতে ধরা মোম বাতিটা হটাৎ যদি যায় নিভে যায়  
অন্ধকারে দাঁড়িয়ে তুমি দিশাহীন পথের মাঝে
ভাবনি কি একটি বারও, থাকলে আরো কাছে
সব ঝড় থেমে যেত, দুটি মনের এক অছিলায়।


সারা রাত বৃষ্টি হল, সব মেঘ ফুরিয়ে গেল
পাখিরা কল কলিয়ে আপন আকাশ ফিরে পেল
নূতন সকাল চুপি চুপি আলোয় ভুবন ভরিয়ে দিল
মিষ্টি হেসে লাজুক চোখে এসে পুবের বারান্দায়
ভাবছ ঝোড়ো হাওয়া, যদি এমনি করেই রোজ বয়ে যায় !  


সোনারপুর
১১/০৬/২০১৮