ডুবলে বেলা আঁধার ঘরে কে জালাবে বাতি
প্রতিদিনের বাঁচার জন্য কে সাজাবে সাজি
দিগ্বিদিকে জাগছে কন্ঠ অবিরত উচ্চস্বরে বাজি
ভাবনা ওরে কি ভেবেছিস;  কি করেছিস গতি ।


থাকতে আলো বুঝলিনিরে আলোর মূল্য কত  
দেখ তাকিয়ে প্রাণে প্রাণে কেন থাকিস মৃতের মত
ছাড়রে সকল মিথ্যা ভাবনা, জীবনে অর্থহীন যত    
তর্ক ছেড়ে ভাগ করে-নে সকল ভালো অবিরত।        

আশে পাশে আছে যারা জীবন-মৃত নিরবধি
আলোর মালায় গাঁথলে তাদের কি হবে ক্ষতি।


সোনারপুর
২৪/০৫/২০২৩