কেউ জানে না উৎস তার
সব উপাস্যের বন্ধ দ্বার
দেখতে কেমন কত কোষ
কে দেবে কাকে দোষ
হন্যে হয়ে খুঁজে তাকে
চুল গজাচ্ছে বিজ্ঞ টাকে।


লাভ কিছুটা হচ্ছে বটে
সতর্ক সবাই রাস্তা ঘাটে  
করোনার চালে হয়ে মাত
সুরক্ষার দায়ে ধুচ্ছি হাত  
গেল হাঁচি কাশির স্বাধীনতা
যত্রতত্র থুতু ফেলার মান্যতা  
মানছি নিয়ম প্রাণের দায়ে
ধনী গরীব একই নায়ে।


আসত যদি এমন কিছু
দুর্নীতি বাজদের নিয়ে পিছু  
দেখাতো সে ভীষণ রোষ
মুছে দিত সামাজিক দোষ
ঠ্যালার নাম বাবা জীবন
ভালো অভ্যাস থাক সর্বক্ষণ।  


সোনারপুর
২০/০৩/২০২০