আসা যাওয়ার স্বল্প ভ্রমন পথে দৃশ্যান্তর হয়  
বোধের রিপু গুলো হারায় না, থাকে ছায়া ময়
যে কাঁধ বহন করেছিল স্বাচ্ছন্দের উদ্দীপনা
হাসি অথবা রাগের আবেগে সে আবদ্ধ না
কত স্পষ্ট, অস্পষ্ট পথের শেষে সব এক
আশা হীন সময় দুয়ারে দাঁড়ায়; হিসেবের ভাগ  
অনেক দেখা, শেখার শেষে আবার শূন্যয় জীবন  
প্রিয় হোক বা অপ্রিয়, মাত্র কিছু দিনের ভ্রমন।


সোনারপুর
০৫/০২/২১