তুমি সব সত্যি বল, আমি বললে মিথ্যে  
এক আসরে দুই শিল্পীর আলাপ পরমানন্দ দ্বন্দে  
ঘটি বাটি সঙ্গত দেয় সুরেলা চিল কন্ঠের ছন্দে  
কাটে দিন এমনি করে ঘুম ভেগেছে নটরাজ নৃত্যে।  


ঠুনকো কথায় মানের বোঝা যেন ঝড়ের প্রস্তুতি
মুখড়ায় ইঙ্গিত পেয়ে শঙ্কিত মন কিসে হবে নিবৃতি
ধ্যানাসনে চক্ষুমুদে স্তুতি বন্দনে জানায় মনের আকুতি
সময় ধরে তিথি মেনে ইচ্ছে গুলোর দেয় আহুতি ।

নীরব-মুদ্রায় ভেবেই সারা যদি সত্যি ভাঙে বাসা  
আইন মেনে পোহাতে হবেই দায়টা অতি খাসা
কেউ মানবে না সত্য কথা বাঁধন অতি কষা
নানা চাপে ভীষণ তাপে অন্তর হারায় ভাষা।  


সন্যাস নিলেও মিলবে কি তার সহজ সমাধান ?
বাসা ছেড়েই বা যাবে কোথায় প্রশ্নটা বিদ্যমান
ঘুরপাক খায় হাজার ভাবনা লক্ষ যোজন বৃত্তে
কোটায় অভিযোগ সত্যি হবেই, উত্তর হবে মিথ্যে।  


সোনারপুর
২১/৪/২৩