রাজায় রাজায়, থুড়ি নেতায় নেতায় যুদ্ধ হয়
না উলু খাগড়া নয়, জনগণই মূল্য চোকায়
চোর সাধু সাধুই চোর থাকে গলায় গলায়  
গনতন্ত্রে সব হয় একথা কি ভোলা যায় ?


ফারাক আছে রঙে ধাপ্পা দেওয়ার ঢঙে  
চলন-বলন একই রকম যে উঠেছে টঙে
জনগণ নেচে বেড়ায় খেলেও ধাপ্পা জোর
আশ্বাসেই মেয়াদ শেষ আসে নতুন ভোর।


খুনি ধর্ষক পাশাপাশি সংবিধানের কথা কয়
গাঁটকাটা ধাপ্পাবাজ সহযোদ্ধা একথা মিথ্যা নয়
গলার জোরে সমাজ সেবক গোঁজামিলে মেলায়
জনগণ পোষা প্রাণ  ঘণ্টা বাজে নড়াচড়ায় ।  


গৃহস্থ উদর ভরায়  ঢেঁকির ভাগ্যে লাথি
বিরোধ নেই কোন কালেই সর্বংসহা মতি
গরমিল সর্বকালেই চোখ ফোটেনি মানুষের
কালো চশমার অনেক গুণ চিরকালের।


সোনারপুর
২৮/০৩/২০২৩