উৎসব আসে যায়, জীবন তা নয়
আসা যাওয়া একবারই, সত্যের নেই ক্ষয়
আনন্দ উৎসবে যদি আতঙ্কের ছায়া ঘনায়
মারণ ব্যাধির অসুর নৃত্যে আলয় মাতায়
উৎসবের রেশ থাকে কি তখনো ভাবনায় !
ভালো নয় কি আবেগ সরিয়ে সংযত থাকা
আনন্দ উৎসব যেন না আনে বিয়োগ ব্যথা
মানুষ বড় অসহায় সারা দুনিয়া জুড়ে
মারণ দৈত্যের ত্রাসে লুকাতে চায় মাটি খুঁড়ে।


জানে না কেউ, আগামী ঠিক কোন পথে যাবে
থাকবে কি মানুষ আপন মহিমায় সুন্দর এই ভবে
জীবন বাঁচাতে সংযম যদি বর্তমানের হাতিয়ার হয়
উৎসব হোক ব্রাত্য; জীবনের থেকে উৎসব বড় নয়।


সোনারপুর
৪/১০/২০