অসার কর্মে আর কতকাল থাকবি মজে মন
পোদ্দারি করে কাটিয়ে দিলি, নয়রে নিজ ধন
অহং আমির যোগ বিয়োগে শূন্য পেয়ে শেষে
হাসি হারালি অনুতাপে, ঠাঁই হল বিষণ্ণতার দেশে
নিত্যকর্ম জীবন ধর্ম, সেথায় নেই কোন দ্বিমত
ষড়ৈশ্বর্য বিনা ষড়-গুণে যুক্ত হয়ে হারালি সব পথ    
কালের বিচার অতি প্রখর,  ভুলের সম্ভবনা শূন্য
জীবন চক্রের ক্ষীণ দশাতে দেখবি শুধুই অরণ্য।  


ক্ষয়ে যেতে যেতে বিপন্ন জীবন,  নুব্জতায় ধীর
অবলম্বন হীন সময়, বিষণ্ণতার বলয় আরো অস্থির
অস্ফুট যন্ত্রনার ভাষা বাতাসে ভেসে আসে কানে
সার অসার দুকুলেই আঁধার, আপসোস কর্ম গুণে
চেতনে অবচেতনে অতীত হাসে, দুস্তর সে পারাবার
সুখের অবয়বে যাকিছু ছিল ধরা, কালে হল অসার।  

সোনারপুর
০৬/০২/২০২২