কত রকম দেখছি রোজ
হাসি কান্নায় ভেজা
কোনটা নেব দুঃখের সময়
কোনটা নেওয়া সোজা
বিপদ গন্ধে বাতাস ভারী
বন্দী ভিখারি – রাজা
বাণ ডেকেছে সৃষ্টি স্রোতের
ঘর বন্দী খেলায়
হলেও কিছু অদ্ভুত তার
ফিরেছে ছেলে বেলায়
খাঁচার পাখি ভাবছে বসে
দেখ কেমন সাজা
আমায় রাখো বন্দী করে  
খাওয়াও ছোলা ভাজা
তুমি আমি সমান সমান
দেখছ কেমন মজা  
বন্ধ হয়েছে সকল দ্বার
খুঁজছ কেন ভেন্টিলেটার  !  


সোনারপুর
০১.০৪.২০২০