ঠাকুর-দাদার ঠাকুরদা যা শুনেছেন আমিও শুনেছি তাই
জন্ম থেকে সবাই শোনে সন্দেহ এতে নাই
গড়ার থেকে ভাঙা সহজ সামাজিক শাস্ত্রে পাই
তবুও কিন্তু আছে বোধহয় ? সেটাই জানতে চাই।  


ঘটনা যাই ঘটুক ঠান্ডা মাথায় করা পরিকল্পনা
পাকা মাথার খেলায় থাকে বহু দিনের মন্ত্রনা
সূত্র কিছু মিল্লেও তার অনেক গভীর যন্ত্রনা
মোড়ক খুলে সত্যের খোঁজ বোধহয় সহজ না ।


লক্ষ ফাঁসের দক্ষ গিঁটে প্রভাব যার অতল
ঘটনা বুঝতেই সময় যায় পরে মাপা জল
অপরাধী অসাধারণ হলে ধরে নানা রঙের ছল
হাজার প্রশ্নের জট ছাড়াতে নাকাল শিবের দল ।    


অপরাধী বলা অপরাধ,  না পেলে তথ্য প্রমাণ
ধরে নেওয়ার জায়গা নেই যতই শুনুক কান
আইনেই আছে বলা দিতে হবে যথেষ্ট সম্মান
অপরাধী প্রমাণ হলেও আইনে তার আছে মান।  


জনতার মন পক্ষে বিপক্ষে হাজার ভাবনায় দোলে  
মেধার সাথে মেধার লড়াই শিক্ষিত শয়তান হলে
সব সামলে ঢেউ কাটিয়ে পৌঁছাতে হয় কুলে
সন্দেহ নেই কাজটা কঠিন সত্য জানতে হলে।  


সোনারপুর
১৫/০৪/২০২৩