দুঃসময়ের আঁধার ঘেরা এই জাহানের চারভিতে
কোথা গিয়া শরণ নিব পরাণ রাখি কার হাতে
গুরু বিনে পথের দেখা পাইনে কোথাও তাই
ও দয়াল কি ভাবে চিনি, বল তারে কোথায় পাই
চলতে চলতে হয়রান হয়ে পরাণ  কি যাবে পথে?
কোথা গিয়া শরণ নিব পরান রাখি কার হাতে।


গুরু ভেবে যার কাছে যাই পথ দেখায় সে জোচ্চুরি
সৎ ভাবনার রকম দেখে মন বলে মুক্ত কর হরি
ভবের এই ভাঙা মেলায় সব দোকানি ঘরে ফেরে
পথ যে দেখি আঁধার ঘেরা ফিরি তবে কেমন করে
বৃক্ষতলে আশায় আছি যদি পথ চেনাতে আসে সাঁই
এই জাহানের চারিভিতে ভীষণ আঁধার, আলো কোথা যাই।  


ফাঁকা কলসের পসরা নিয়ে কত তরী নিত্য আসে যায়  
জ্ঞান চক্ষু সাবধান করে না জেনে মজ না মহিমায়
আর কতকাল বইবে সময় এমন করে বসে বৃক্ষ তলায়
হরির স্বরুপ হরিই জানে কি ভাবে চিনি তোমায়
যোগ সাধনার কোন অক্ষে গুরুর দেখা মেলে
ইহজন্মে কি হবে না জানা ? দেহের উপশম না হলে ।

সোনারপুর
০৩/০১/ ২০২৩