হুটার বাজিয়ে কারা কারা যাও, একসাথে গাদাগাদি করে
পিছে ফেলে সব জৌলুস,  ধর্ম বর্ণের গোঁড়ামি না ধরে
কালো পলিথিনে বাঁধা আমির গরীব কিছুতেই নেই ভেদ
ভুলে গেলে সব এত তাড়াতাড়ি, অহং ঘৃণার হল বিচ্ছেদ !  


নেই ফুল মালা, আতরের সৌরভ,  স্বজন নেই কারো সাথে
পছন্দ অপছন্দের ঘুচিয়ে ফারাক মিলেগেলে কোন অজুহাতে
হাঁকডাক নেই মোল্লা পুরুতের, নেই আচার বিচারের শাসন
মাটিতে আগুনে বিরোধ নেই, ভেদহীন প্রেমে পাতা আসন।  


সম্ভব হলে জানিয়ে যেও, আছে যার যত উত্তরাধিকার
সত্য একটাই জনম মরণ, বাকি সব মেকী, মিথ্যাচার  
একসাথে বাঁচা ঘেঁসাঘেঁসি থাকা অমূল্য সম্পদ মানবতার
স্বার্থে ভিন্ন করেছে মানুষ, বুদ্ধিমানের কৌশল বোকা বানাবার।


সোনারপুর
০৯/০৫/২০২১