প্রতিদিন নতুন সংখ্যার অবাধ্য প্রবেশে, অস্থির হিসাবের খাতা
আজকে যা শুনছি দেখছি কাল সকালেই পুরানো, দুঃসহ অভিজ্ঞতা
তালকেটে যায় চেনা ছন্দের, হিসাব  করাটাই যেন মস্ত বাতুলতা
তবে কি তিনভাগ জল একভাগ স্থলের উধারনেই হবে মধ্যস্থতা ?  


দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে নতুন দশক
অর্ধেক জানা বেলার অধরের হাসি কেড়ে বলবান;  শ্রেণীশত্রু শোষক    
সম্পদ লুটের গোপন কৌশলের তথ্যের খোঁজ; সবটাই জমাটি নাটক    
বিলাপের পদাবলীতে দক্ষ সুরারোপের পরীক্ষায় উত্তীর্ণ শয়তানি যোটক।  


বিলিয়ন ট্রিলিয়ন পুরনো ধারণা; জিলিয়নের লক্ষভেদে বিনিয়োগ সফল  
তরঙ্গের পর তরঙ্গে শ্রীবৃদ্ধির তৎপরতা, বানিজ্য জ্ঞান হয় না বিফল
বিশ্বজোড়া বাজারে কারবারি গুটি কয়, হাতিয়ার সব ওদের দখলে
মানব নিধনেই সৌভাগ্যের রথ পথ খুঁজে পায়, ইতিহাসও সে কথা বলে ।  


তর্ক বিতর্ক যতই হোক, সময় বদলায় একে দুইয়ে, মঞ্চে এখন ককটেল  
আসছে নতুন খেলোয়াড় ইন্টারভেনাস ডোজে আস্থা, ষাঠ হাজারির খেল  
কারা নেই কারা আছে গভীরে, কাউকেই যাবে না তোলা জালে
এস হে আগুন্তুক ডাকছে ক্রিমেটোরিয়াম, ও এড়াতে পারেনি দায় ছলে।    


সোনারপুর
২৮/৫/২১