বে-ঘুম নিশির পেয়ালা ভরি  
চাঁদ সিরাজি পান করি
কোথা গেলে হৃদ পাপিয়া
একেলা মোরে ছাড়ি
শুনিতে পাও কি গো
এ মনবীন ওঠে গুমরি।  


রূপসী চাঁদ পিছলিয়ে যায়
বকুলের ঐ শীতল পাতায়  
দেখে তারে ভরে না হৃদয়
মন আঁচলা ভরে পেতে চায়  
সোহাগ পিরিচে হৃদয় ভরি  
চাঁদ সিরাজি পান করি।


ফুটেছিল যে বাগিচা আলো করি
কোন অজুহাতে সে দিলনা দিল ভরি
সোহাগ যামিনীতে ছল করি
শুনিতে কি পাও মনবীন ওঠে গুমরি।  


সোনারপুর
১৪/০২/২৩