রাগ সুখের থালায় বসায় ভাগ
ন্যায্য ভাগে মন বসে না
রাগ করে তুমি নিঃসঙ্গতা পূরণ করেছে কি?
গুছাইতে পেরেছো কি একাকীত্বের যন্ত্রণা?
রাগ কেবল-ই নিতেই জানে,
পূর্ণ করাটা তার ধর্মেই পরে না।
রাগ
সাংঘর্ষ পারস্পরিক,
কেবল-ই বিবাধ ঘঠায়,
সুখের ঘরে দেয় হানা
সমাধান তার সংবিধানে পরেনা