গরিব দুঃখী আছেন যাঁরা
এই সমাজের মাঝ,
সঠিক পারিশ্রমিক দিতে হবে
করিয়ে তাঁদের কাজ।

ঘাম শুকানোর আগেই তাঁদের
টাকা করো শোধ,
হাসি মুখে কথা বলো
রেখো বিবেক বোধ।

শ্রমিক ও কর্মীদেরকে দাও
তাঁদের অধিকার,
তাঁদেরকে ঠকিয়ে তোমরা
পাবে না ভাই পাড়।

শ্রমজীবীদের অধিকার আদায়ে
সোচ্চার হই সবাই,
আন্তর্জাতিক শ্রমিক দিবসে
সেই গান গাই।

শ্রমিকদেরকে বাদ দিয়ে
উন্নতি সম্ভব নয় কোনো কালে,
মে মাসের এক তারিখকে
আন্তর্জাতিক শ্রমিক দিবস বলে।