শরতের শুভ্র হাওয়া
যখন লাগে গায়,
নদীর পাড়ে কাশফুল
অপরূপ দেখায়।


সাদা ফুলে ফুলে নদীর
পাড় যায় ভরে,
আকাশেতে সাদা বক
দল বেঁধে উড়ে।


আকাশের সাদা মেঘ
সাদা কাশবন,
দোয়েল পাখির ডাক
ভরিয়ে দেয় মন।


নদীতে হাঁসের ঝাঁক
ঢেউ খেলে চলে,
শরৎ অপরূপ ঋতু
সকলেই বলে।


    =সমাপ্ত=