রমজান
বিধান চন্দ্র দেবনাথ


রমজান মানে আত্ম শুদ্ধি
রমজান মানে ভক্তি,
রমজান মানে রোজা থেকেও
প্রাণে পাওয়া শক্তি।


রমজান মাসে ইফতারটা
হয় নানান ফলে,
অন্যকিছু না থাকলেও
খেঁজুর হলেই চলে।


রমজান মানেই মনের সংযম
করেন ঈমানদার,
মুক্তি পেতে চান তাঁরা
আছেন যত গুনাহগার।


রমজান মানে সংযম করবো
থাকবো আমরা সৎ,
কোনো কিছুর বিনিময়ে
হবো না বিপথ।


রমজান মাসে দ্রব্য মূল্য
করবো না বৃদ্ধি,
রোজা রেখে সব ঈমানদার
আত্ম করো শুদ্ধি।