আমার সয় না কিছুই
না একটি ফুলের কাজ করা জামা
বুকের মধ্যে মাথা রেখে চুলের নদীতে
হারানো যায়,এমন কোন সুহৃদ
জন্ম দিনে কোন বন্ধবীর দেওয়া ফুলদানি
কিংবা কলম !
-
আমার সয় না কিছুই
ভোরের আলো না ফুটতেই বাবা হয়ে যান
টুকরো টুকরো স্মৃতির পর্বত
মা হয়ে যান খোদাই করা পাথরের ভাস্কর্য
পালটে যায় শৈশবের সাজানো বাগান
সদম্ভে মাড়িয়ে যায় রান্না বাটি খেলার সাথীরা !
-
আমার সয় না কিছুই
মায়ের স্নেহ, প্রমিকার সুকোমল ছায়া
বান্ধবীদের আনন্দ উল্লাস
না কিছুই নয় !


১৯৮৩
কুষ্টিয়া