জন্মের পর
মায়ের কোলে ছিল নিরাপদ আশ্রয়,
বাপের ভিটার চৌহদ্দিটা ছিল ব্যাপক চত্বরে
আঙিনাটা ছিল অনেক বিশাল,
চারপাশে খামার বাড়ির আবহ,
পাশে আম কাঁঠালের বাগান,
বেতের ঝোপ,বাঁশ ঝার, ফুলের কুঞ্জ
কাঁঠালচাপা আর হাসনাহেনার মৌ মৌ গন্ধ
পুকুরের পাড়ে তাল, নারকোল,সুপারির সারি। 
-
স্বপ্ন বড় হলো
বড় হলো আমার পৃথিবীর সীমারেখা
সারা দিন ধরে অফুরন্ত ব্যস্ততা ---
উড়োজাহাজ নির্ভর জীবন।
-
সময়ানুক্রমে অর্জিত হলো ---
ছোট একটি কারুকাজ সংবলিত ফ্ল্যাট
ভাগবাটোয়ারা হওয়ার পর
বয়োজ্যেষ্ঠ দম্পতির জন্য বরাদ্দ
বেলকুনি সহ ছোট একটি সাজানো কামরা
এরপর ছোট হতে হতে জীবন অবশেষে থমকে যায়
সীমাবদ্ধ একঘটি চিতা ভশ্মে !
অথবা অতঃপর সাড়ে তিন হাত ভূমিতে বসতি !


১৫/০১/২০২১,
তেজকুনিপাড়া,ঢাকা।