বসবাস করি বিছার সঙ্গে বিছানায়
ঝুমকো ঝুমকো জোছনায়
অতঃপর দুবাহু দুলিয়ে উড়ে যায় সম্ভ্রান্ত বিমান
অপেক্ষায় আমি বেকুব ধীমান


কালচক্রে কেঁপে ওঠে বসুন্ধরা
বুকের মধ্যে থেকেও তুমি চিরকাল রইলে অধরা
ভুলে যাই পূর্বাপর যাবতীয় শোক,
আমাকে দুঃখ দিলো যে সকল লোক


খুঁজে ফিরি গভীর চেতনায় আত্ম দর্শন
বিরোধের জেড়ে চলে সমাজবদ্ধ ধর্ষন
সবাই এক জোট মিথ্যা করবে প্রমান
বড় অসহায় সত্যনিষ্ঠরা অগোচরে মৃয়মান।


২৩.০৪.১৯৮৭
নালাপাড়া,চট্টগ্রাম।