খোকা যাবে বাজারে
ভাবখানা জোয়ান এক মর্দ
হাতে তার দোল খায় বড়ো এক ফর্দ।
-
দুই হাতে ব্যাগ তার,আনবে সে ফলমূলে ভরে
সব্বাই নির্বাক-চমকায়, চায় আড়ে আড়ে ।
-
এসে গেছে বাজারে,
আজ যেন রাজারে।
-
খোকা শুধু দর করে
দাম শুনে ঘাম ঝড়ে।
-
নেড়ে চেড়ে আসে নাতো আস্থায়
মেলে নাকো কোন কিছু শস্তায়।
-
কপালেতে দিয়ে হাত
বসে পরে কুপোকাত।
-
হাত তোলে বার বার মাজারে
কান ধরে, নাকে খত আসবে না কোনদিন বাজারে।
-
তারপরও টুকিটাকি কিনে তোলে ব্যাগেতে
বাজারের ছিরি দেখে, মা ডাল-চালে তুলে দেয় হাঁড়িতে।
-
রান্নাটা হয়ে যায় ফটাফট
আহারের আয়োজনও সারা হয় ঝটপট।


বসুন্ধরা
০৬/০৪/২০২৩