তোর আলাপচারিতা কি কখনো শেষ হবে না খোকা
আর কত বিরাগভাজন হবি সকলের কাছে
ঘাষের বুকে-বুকে রাত ঢেলে দিয়ে গেছে
তার সমস্ত শিশির, সমস্ত কান্নার জল
তার গোপন দুঃখ দ্রাঘিমার কথা ---
-
চাঁদ হেলিয়ে দিয়েছে মাথা আকাশও ক্লান্ত দারুণ
আমাকে তুই ক্লান্ত করে কত আর বাড়াবি চোখের জল !
-
তুই মানুষ হবি কবে ?  কোন জন্মে ?
ঘোড়ার লাগাম একটু শক্ত হাতে ধর ---
-
হুশ জ্ঞান সব ফিরবে একটু একটু করে
এখন শুক্ল পক্ষ আকাশ জুড়ে উজ্জ্বল চাঁদ
তুই একটু বিষয়ী হয়ে ওঠ অন্তত কিছুটা !


১৬.০২.১৯৮১
মতিঝিল, ঢাকা।