এবারের বই মেলায় তোমার না আসাই ভালো --
-
আমি তোমার উৎসাহে জল ঢেলে দিলে,
মন ভারাক্রান্ত হবে,
বিষয়টা বিস্তারিত বলি, তোমার বোধগম্য হবে।
-
এবার মেলা শুরু হয়েছে মধ্য ফেব্রুয়ারীতে
মেট্রোরেলের কাজ চলছে তড়িৎ গতিতে, ফলে
বড়ো বড়ো কনটেইনার, বড়ো বড়ো ক্রেন
বিশাল সিমেন্টের স্লাব, ডিভাইডার,
ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তা জুড়ে।
-
কোভিডের পর ওমিক্রনের দোর্দন্ড প্রতাপ,
বিশ্রী রকম যানজটে মেলায় পৌঁছানো দায় --
বাংলা একাডেমি চত্বরে, সোহরাওয়ার্দী উদ্যানে,
স্বাধীনতা স্তম্ভ ঘিরে ----
আগে যেটা ছিল রেসকোর্স ময়দান, 
সেখানে ঐতিহাসিক ভাষণ হয়েছিল ৭ ই মার্চের,
জাতির জনক বঙ্গবন্ধু যেখানে ঘোষণা দিয়েছিলেন,
উচ্চারণ করেছিলেন মুক্তির সনদ।
আশা করি আরো বড় পরিসরে হবে আগামী বইমেলা।
-
এবারে স্টলের সংখ্যা সাড়ে সাত শত কিংবা কিছু বেশি
এর মধ্যে আছে বড়ো বড়ো প্যাভিলিয়ন
খ্যাতিমান লেখক কবিদের রয়েছে
মোড়ক উন্মোচনের যাবতীয় ব্যবস্থা
আছে সুপেয় পানীয়জল, রেস্টুরেন্ট, প্রার্থনার
জন্য আছে নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত টয়লেট।
-
এবারে মেলা শুরু হলো মধ্য ফেব্রুয়ারীতে
রাস্তায় মাঠে জল জমে গেছে অল্প বৃষ্টিতে
-
এবার না এসে ভালোই করেছ তুমি
২০২৩ সালের বই মেলায় তোমাকে আগাম আমন্ত্রণ
বৃহৎ পরিসরে আয়োজন হবে মেলার
কোন অনিশ্চয়তা নেই, অসহিষ্ণুতা নেই
পরিস্কার পরিচ্ছন্ন থাকবে রাস্তা সড়ক ফুটপাত
কোন উটকো স্থাপনা থাকবে না, যানজট থাকবে না
আশা করা যায় "আশঙ্কার প্রহর" প্রকাশিত হবে --
মোড়ক উন্মোচন হবে সহস্র প্রদীপ জ্বালিয়ে
-
এবার আমার কোন গ্রন্থ প্রকাশিত হবে না
কাজেই তোমার এবারে বইমেলায় না আসাই ভালো।


২৫.০২.২০২২
বইমেলা, ঢাকা।