এই মাত্র দিদি বলে গেলেন কোন লাভ নেই
সঙ্গ গড়ায়, হাতুড়ি কোদালে ভিত্তি গড়ায়
ঈশ্বরকে চিনিয়ে দেওয়ায়
-
যদি পারো প্রতিদিন প্রতিক্ষন ধরে ছিনতাই করে
সংগ্রহ করে নাও অপূর্ণ বাসরের আয়োজন
দ্বিধাগ্রস্থ জেসমিনকে ডেকে বলো ফুলের মালার
প্রেরণা আমার বড়ো প্রয়োজন
ভালোবাসা অবগুণ্ঠনে ঢাকো তুমি দক্ষ কারিগর
-
এই মাত্র দিদি বলে গেলেন নির্বাসন দাও তোমার
অকৃতজ্ঞ শব্দমালা এতে যশ আছে প্রাচুর্য্য নেই,
অমরত্ব আছে সুখ নেই !
-
কেন দরবারে অধিষ্ঠিত রাজা হয়ে সেচ্ছায় জল্লাদ সাজা! 


১৯৭৫
কোর্টপাড়া,কুষ্টিয়া।