[আসাদ চৌধুরীর ৮১ তম জন্ম দিনে বিনম্র স্মরণ]


এই লোকটি হাজিরা দিতো প্রতিদিন এ চত্বরে
বাংলা একাডেমির সঙ্গে মিশেছিল অস্তিত্ব
ওতপ্রতো জীবনে সংকটে
আসতো প্রতিদিন নিয়ম মাফিক


কবিতা শেষ হলো
গবেষণা শেষ হলো
অভিধান শেষ হলো


তারপর ক্যানাডা,আমেরিকা
পুত্র কন্যার ঘর  গৃহস্থালি
মাঝে মাঝে দেশে ফিরে আসা


স্মৃতি গুলো ডানা ঝাপটায়
সতেরো দিন নদীর উপরে ভেসে থাকা
প্রথম ঢাকায় আসা
কেউ নিয়ে যায় সাহিত্য সভায়


এখনো কি লোকটি ফিরে  আসে
এ চত্বরে
খায় তবক দেওয়া পান !?


১১.০২.২০২৪
বসুন্ধরা ঢাকা