একাকিত্বের ভারবহন করা খুব কঠিন,
সামলানো মুশকিল, ঘিরে ধরে মুমুর্ষ স্মৃতি ! 
ভয়ঙ্কর করে তোলে চারপাশ, ত্রাসে অনুতাপে।
বর্ষাদিনের শব্দ তুলে নিঃসঙ্গ করে দেয়
সমাজ সভ্যতা থেকে,
নিষ্পেষিত করে রাখে নখের থাবায়।


স্মৃতি কাতর করে খেলার মাঠ, সহপাঠীর দল, বাল্য-কৈশোরের খেলার সাথীরা,
চুরি করে খাওয়া কাঁচামিঠে আম,
সুরেনবাবুর পুকুরের জলে ঝাঁপাঝাপি।
পূজার দিনের আরতি,নাড়ু-সন্দেশ,
পূর্ণবাবুরঘাট জুড়ে বিজয়াদশমীর মেলা,
গরম জীলাপি, পাঁপড় ভাজা।


একাকিত্বের ভার সে বড্ড  ভয়ঙ্কর---
জীবন হয়ে যাচ্ছে ইটে চাপা খাওয়া
বিবর্ণ ঘাসের মতন,
হারিয়ে যাচ্ছে পাঁচ দশকের অর্জন,
বিত্ত-বৈভব পাকা দ্বিতল ভবনের ঐশ্বর্য,
প্রকাশিত গ্রন্থের স্তুপ,দামী আসবাব,
শোকেস ভরা বিদেশি ক্রোকারিজ,
মূল্যহীন বেঁচে থাকা, চারিদিকে ঘোর
অমানিশা, সব মূল্যহীন।


১৮/১১/২০২০,
উত্তরা,ঢাকা।