যা হয়নি, যা হবার নয় তা ভেবে কি লাভ ?
তার জন্য যুদ্ধ বিগ্রহ, লাঠালাঠি, তীর ধনুক খেলা
নিজের রক্তের সঙ্গে হোলি আর্টিজানের স্মৃতির খেলা
আন্তজার্তিক খবরের শিরোনাম হওয়া, কি খুব জরুরি ? 
খতিয়ে দেখতে হবে তা করে কার কি লাভ, কারা কৃতিত্বের খাতা খুলেছিলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে !?
-
হৃদয় বৃত্তিতে অপরাধ বোধ বলে কিছু নেই !
ভিক্ষে করে নয় অর্জন করে পাবো
সেই আশাতে কত পথ পরিক্রমা
বডার্রের চৌকিতে চৌকিতে জঙ্গিদের আস্তানায়
মাইনাস আবহাওয়ায় প্রহর গোনা !
-
কত কর্মযজ্ঞ, কত ধরনের পেশায় যুক্ত হওয়া
রাজশাহী, ঢাকা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম,
কত পথ পরিভ্রমন, কত নদী পথ পরিক্রমা
শঙ্খ নদী থেকে তিস্তা - রূপসা থেকে সুরমা
হঠাৎ মাঝপথে আশফাক - আনাম - মনসুর চমৎকার গেম খেলে কার ইঙ্গিতে, আজো সেই ঘটনা চক্রে কেউ কেউ বয়ে বেড়াচ্ছে তারা নীল বেদনায় বিকলাঙ্গ সন্তান !
-
ডালিম - মুসতাক - ফারুক, রশীদ, হুঁদা, পাশা, মহিউদ্দিন, রাশেদ এসব আত্মস্বীকৃত ঘাতকের দল
ধরাশায়ী করে দিলো কতো নিবেদিত মানুষের প্রাণ
তারা কি কোনভাবে পাপ স্খলন করেছিল !
দেশপ্রেমিক কর্নেল জামিলকে কেন বুক পেতে দিতে হয়েছিল সেদিনের গোপন ষড়যন্ত্রে !
-
প্রগতি বলে কিছু নেই এখন হাড়ে হাড়ে বুঝি,
সম্মিলিত প্রচেষ্টা নস্যাৎ হয় সহজেই,
পাতানো সম্পর্কে শিকড় হয় না, গজায় না
শতেক চেষ্টায়, হাজারো প্রচেষ্টায়
অনর্থক এক কাঁড়ি টাকা খরচ,
ভুল বোঝাবুঝি শুধু শুধু !
-
সময় শরীর সব কিছু তো আমারো কঠিন নিয়ন্ত্রণে ছিল -
গরাদ ভাঙা, পাহাড় ডিঙানো ছিল হাতের মুঠোয়, চুটকির
কারিশমা, সামান্য ভুলের সুযোগে কত কি ঘটে
গোটা জীবনটা পাল্টে যায়, তিলাগ্র সময়ে !
-
অবশিষ্ট কিছুই থাকে না, বললে ভুল বলা হবে
হিসাব নিকাশ হয়, প্রকৃতি খাতা খোলে
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নয়
সুনামি নিমেষে পথ করে নেয় বজ্রে বন্যায়
পথ কেটে কেটে পথ করে নেয় ঠিক !


ডি.এম. সি. এইচ,
ও - ৫০২/ বে-১০
৩১/০৭/২০২১