তাঁর উদ্ধত আওয়াজ রুখে দিয়েছিল
জমিদারের লাঠিয়াল বাহিনীর পথ
কাঙাল হরিনাথ মজুমদারের মহাসঙ্কটে
পাশে সহায় তখন একমাত্র মহাত্মা লালন
কি যাদু ছিল তাঁর বাঁকানো লাঠির খাঁজে!
-
কি সুর ছিল তাঁর কণ্ঠ সঙ্গীতে, শব্দ ঝংকারে
মানুষ জন বাঁধা পড়ে যেত সে সুর মুর্ছনায়
শীতকালে আখড়ায় ভান্ডারা উৎসবে, কোথা
থেকে জড়ো হতো সাধু সন্ত ভক্তের দল !
-
কান পেতে শোন,আজো একতারা বাজে
সেই সাথে সুরের ধ্বনি ওঠে আখড়া জুড়ে
-
"মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে"
-
বেড়ে যায় হৃদ স্পন্দন,প্রশান্তির ছোঁয়ায়
জেগে ওঠে মহাসঙ্গীত ধরনীর কোলে
এখনো আখড়া প্রাঙ্গনে বেজে চলে সাঁইজি
লালনের একতারা,বাঁকানো লাঠির ইশারায় !  


০৭.০৩.২০২২
কোর্টপাড়া,কুষ্টিয়া।