নসিমন খোলে খিল কপাটের আড়ালে,শরমে
চলে গেছে বিদ্যুৎ, ঘাম ঝরে হাঁসফাঁস গরমে
-
স্বামী তার ছয়ফুটি জব্বার পালোয়ান
এলাকায় হাঁকডাক হুঁশিয়ার দারোয়ান !
-
মোচখানা পাকিয়ে
লাঠিখানা বাগিয়ে --
-
ঘরে ফেরে ধীর পায়ে ভোর হলে বাড়িতে
গলা খুলে হাঁক ছাড়ে আছে কিছু হাঁড়িতে !?
-
খুশি মনে খেয়ে ওঠে পান্তা ও পিঁয়াজে
তারপর বসে পড়ে চট টেনে নামাজে
-
একপর টানা ঘুম, হয়ে যায় সন্ধ্যা
আবার বেড়তে হবে রাত্রের ধান্দা
-
গলা ছেড়ে গায় গান রমজান বয়াতি
নসিমন দিন গোনে কবে হবে পোয়াতি
-
এইভাবে কাটে দিন কবে আশা পুরবে
নবজাতকের কান্নায় গৃহ কোণ ভরবে ! ?


বসুন্ধরা
২৩.০৪.২০২৩