সন্তানেরা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে হয়েছে দেশান্তরী,
নয়তো বাসিন্দা অন্য বাড়ির, তাদের নিজেদের সংসার,
ভরসা শুধু টেলিফোন, ইমেইল, মাঝে মাঝে ভিডিও কল -
আমরা আবার দুজনে দুজনার, জীবন শুরুর মতন অবিকল!
-
প্রিয়জন সারে সারে দাঁড়িয়েছে মৃত্যুর মিছিলে অবিরাম
সারাদেহ কীটবদ্ধ হবে, এ আতঙ্কে সবাই গৃহবন্দী, জড়োসড়ো,
অক্সিজেন সিলিন্ডারে ঘাটতি চলছে, আক্রান্তেরা অবসন্ন, মরো মরো
বাঁচার কি করুণ আকুতি, পাশে বসে নির্বাক বাবা-মা,
অসহায় সহধর্মিণী - সন্তান !
নির্বোধ বিভ্রান্ত হয়ে দু'হাতে মাগিছে, "হে পরিত্রাতা, করো পরিত্রাণ!"
-
লম্বা হবে আয়ুরেখা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের উদ্বেগ
ফর্দ থেকে বাদ পড়েছে লোভনীয় খাদ্য, নানান পদের রসনাময় মিষ্টি।
ধূমপান বর্জন, গ্রীন টি, ট্রেডমিলে দুবেলা হাঁটা,
আহার তালিকা ফর্দে বরাদ্ধ হয়েছে সব পরিমিতি,
আরও কত উপদেশ যে দিলেন চিকিৎসক -
হাসিমাখা মুখে শুভকামনায়, উষ্ণ আলীঙ্গনে
সাথে দিলেন পরিমার্জিত বিপুলাকায় এক লিস্টি !!
-
ব্যাস, এগুলোতে হাতের মুঠোয় চুটকিতে থাকবে মহাকাল
জপের মালার গুঁটিতে ধরা থাক সমকাল, আনন্দময় হোক, আনন্দময় হোক চিরকাল !!


১১/০১/২০২১,
শাহবাগ,ঢাকা।