তাকে খুব কাছে পেতে ইচ্ছে করেছিল !
ইচ্ছে ছিল একসাথে উড়াবো ঘুড়ি, ছাদের কার্ণিশ ঘেঁষে
আকাশ ছোঁবো, পুনরুজ্জীবিত হবে প্রতিধ্বনি,
হৃদয়ের অনুরণনে বাজবে ঘন্টাধ্বনি,
শব্দ গুলো তাকিয়ে থাকবে সহস্র চোখে
গুপ্ত মন্ত্রে মুগ্ধ হবে সব অহমিকা !
-
প্রায় সপ্তাহ্ পর গুটি গুটি পায়ে হাজির তার আবাসনে।
তার আচরণে তির্যক শ্লেষ, ছুঁতে দিলো না কপোল চিবুক
বিছিয়ে দিলো নিষেধাজ্ঞার দেওয়াল,
আকাঙ্ক্ষা, অতৃপ্তিতে যন্ত্রণায় রাত ফুরোল ভোরের আলোক ছটায় !
-
মাসখানেক পর সে ডাকলো করো জোড়ে,
কাছে পেতে চাইলো গভীর আলিঙ্গনে,
চমৎকার সাজানো ডালা, 
দূরবীনে চোখ রেখে দেখলাম নক্ষত্র পুঞ্জ
সব উন্মুক্ত হলো, ফুল-পাঁপড়ি
দৈবক্ষণে খুলে গেল বন্ধ দেওয়াল
কি অভিজাত উপস্থাপন ধ্রুপদী সঙ্গীতের তালে !
-
কিন্তু বিবিধ অজুহাতে এড়ালাম স্পর্শ প্রলোভন,
বিষাদের অপেরা গেয়ে শুরু হলো প্রত্যাখ্যান পর্ব,
অভিধান খুলে দেখালাম অর্থহীন শব্দের স্তুপ,
সহজেই পরস্পরের সম্পর্ক রূপান্তরিত হলো ভাস্কর্যে যোজন যোজন দূরে গাঁথা হলো বিরহ উপাখ্যান।


১৮/১২/২০২০
মিরপুর,ঢাকা।