তুমি এবার এলে, রাজবাড়ী সিবীচে নিয়ে যাবো
সেখানে দেখবে উত্তাল পদ্মার বিষন্ন ঢেউ
কত গল্প শুনবে বয়োজ্যেষ্ঠদের সংলাপে
গয়না নৌকা,স্টিমারের চলাচল, যৌবনে ভরা পদ্মার গীতিকাব্য !
-
রাজবাড়ী আসার আগে বোলো,সাধনের সৌহার্দ'তে
বুকিং দিয়ে রাখবো
রাজবাড়ী এলে বনেদী বাসিন্দা ধূর্ঝটির বাড়িতে নিয়ে যাবো,শেখরের বাড়ি,নাড়ুদার বাড়ি, বেবিদার বাড়ি ---
আরো কিংবদন্তি মানুষের কাহিনি জমা আছে
সব বলবো একে একে
অতীতের কালে কার কার অন্তর্ভুক্ত ছিল এই তালুক !?
-
১৮৫০ সালে লর্ড ডালহৌসির আমলে কেমন ছিল রাজবাড়ীর হালচাল এখানকার চালচিত্র
নবাব সিরাজ-উদ-দৌলার রাজকর্মচারী রাজা সূর্য কুমারের পিতামহ প্রভুরাম ইংরেজদের বিরাগভাজন হয়ে পলাশী যুদ্ধ শেষে কেমন করে আত্মগোপন করেছিল লক্ষীকোলে এসে
পরে কেমন করে দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে গড়ে তুলেছিল
তার জমিদারী,
১৮৮৫ তে কেমন করে  রাজা উপাধি প্রাপ্ত হলো তার পুত্র সুর্য কুমার।
১৮৯০ সালে রাজবাড়ী রেল স্টেশন স্থাপিত হলে তার
নামকরণ কেন্দ্র করে বানিবহের জমিদারগণের প্রবল আপত্তি,
বিতর্ক বাগবিতণ্ডার গুঢ় রহস্য
সব কাহিনি শুনাবো এক এক করে
-
এবার তুমি এলে নাটোর রাজার জমিদারীর চিহ্ন দেখাতে
বেলগাছি নিয়ে যাবো,এখনো রয়েছে দোলমঞ্চ,স্নানমঞ্চ
পুরানো স্থাপনা।
-
তুমি এলে তিনশত বছরের জনাকীর্ণ স্থান বানিবহ দেখাতে নিয়ে যাবো,
বসুপাড়া,আচার্য পাড়া,নুনেপাড়া,বেনেপাড়া,বিশ্বাস পাড়া,
শেনহাটিপাড়া,ভট্টাচার্য পাড়া,বিদ্যাবাগিশ পাড়ার উত্তর সূরীদের সাথে পরিচয় করিয়ে দেব।
-
তুমি এবার এলে বিষাদ সিন্ধুর গল্প শোনাবো, মীর মশাররফ হোসেনের ভিটায় নিয়ে যাবো,
পরিসংখ্যানবিদ ড.কাজী মোতাহার হোসেনের ভিটায় নিয়ে যাবো,
'বুড়ী হইলাম তোর কারণে খ্যাত' দুর্গা ওরফে কাঙ্গালিনী সুফিয়ার গান শুনাবো,
কচিকাঁচা আসরের দাদুভাই রোকনুজ্জামান খান তার বাড়ি নিয়ে যাবো,
চলচ্চিত্রের লাস্যময়ী স্বপ্ন কন্যা রোজিনার বাড়ি নিয়ে যাবো,
মহিলা  ক্রিকেটার সোহেলী আক্তারের শিশু বেলার কাহিনি শোনাবো
-
তুমি এবার এলে গোদার বাজারে নিয়ে যাবো
উড়াকান্দি বীচে নিয়ে যাবো
ওখানে সব বন্দোবস্ত আছে, বসার জায়গা আছে
সেখানে পাবে তুমি জীবনের উত্তাপ,মুগ্ধ বিকেল,
উষ্ণ সন্ধ্যা ফুসকার স্বাদ, চটপটি, চীনাবাদামের খোসা ছাড়ানোর মতো করে চাইলে খুলতে পারো প্রেমের সংলাপ
রাজবাড়ীকন্যা ছায়ার কণ্ঠে শোনাবো রবি  ঠাকুরের সুর ঝংকার এস্রাজ খোল করতালে
মন চাইলে শ্রীপুর হরিটিকালচারে নিয়ে যাবো প্রকৃতির সান্নিধ্যে পেতে
-
১ মার্চ,২০২২ জেলা ঘোষণার পর রাজবাড়ীর ৩৮ তম জন্মজয়ন্তী পালিত হবে, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে রেলি হবে,সবশেষে থাকবে হরিদার দোকানের গরম গরম পুরি-চপ,তেওয়ারির দোকানের ছানা জিলাপি, ভাদু'শার চমচম, শঙ্করের রসমালাই ইত্যাদি ইত্যাদি
তুমি এসো ঐদিন, তোমাকে আমন্ত্রণ জানাবো বাদ্য বাজনায় সমবেত সঙ্গীতে।


০৭-০২-২০২২
তেজকুনিপাড়া,ঢাকা।