সেই সব বালকেরা এখনো জেগে আছে নির্ঘুম চোখে
তারা ক্রুদ্ধ চন্ডাল রোষে,রুখছে জুয়ারীর দল, বেঢপ মাতাল
ঘর্ম পিচ্ছিল হাতে আগলে রেখেছে বুনো শুয়োরের ঝাঁক
উচ্চস্বরে তাদের আত্মচিৎকার প্রতিধ্বনিত হচ্ছে,আছার খাচ্ছে দেওয়ালে দেওয়ালে
যে কোন মূল্যে রুখবে তারা বিলাস দ্রব্য চাকচিক্যময় শিল্প শহর।
-
সেইসব পোড় খাওয়া বালকেরা গতরের শক্তি ঢেলে
উদ্ধার করবে বকুলের গন্ধে ভরা স্বদেশের মাটি
বিদেশী রীতিতে ইঁট চাপা পড়ে স্বদেশের ঘাসগুলো বিবর্ণ
ভি আই পি দের চাপে দেশটা এখন হলদেটে রঙচটা
সকালের কুয়াসা সরিয়ে তাদের ধ্যানময় কল্পিত স্বদেশের দেবে তারা বাস্তব রূপ !
-
আমি জানি সেই সব, নির্ঘুম চোখে জেগে থাকা বালকেরা
একদিন ঠিকই পাবে তারা--স্বপ্নের প্রতিমা,
সুরেলা স্বদেশ,সোনার মোহর !


২৯.০৫.১৯৮১
মতিঝিল, ঢাকা।