আম বাগানে জাম বাগানে
গরম কালে
গা এলাতাম বাঁশের মাচায়।
-
বর্ষা এলে নৌকা নিয়ে
খালে বিলে
মাছ ধরেছি বাঁশের খাঁচায়।
-
শীতের দিনে রোদ পোহানো
রাতের কালে
আগুন জ্বেলে
শরীর জুড়োয় বাঁশের পাতায়।
-
শহরে দেখি গ্রীস্ম এলে এসি চালায়
শীতের কালে ঘরে ঘরে হিটার জ্বালায়
বর্ষাকালে গামবুটে আর রেনকোর্টে
মাথা বাঁচায় ছাতার তলায়।


বসুন্ধরা
২০.০৪.২০২৩