বন্ধু, কোথায় আনন্দ ছড়ায় পূর্ণিমার রঙ
খন্ডে খন্ডে নাচে প্রেম অ-পাপ নগরে
অনন্ত গাইড জুড়ে অসীম ভাস্কর্যের ছাপ
কোথায় ঠিকানা তার.....? কে দেবে বলে !


খেয়ালী যুবক আমি অভ্যস্ত নেশার দাপটে
ভালবাসা ছিঁড়ে খাই ক্ষয়িষ্ণু সন্ন্যাসীর বেশে
প্লেন ক্রাশ, যুদ্ধ জয়, আনন্দের রাখিনা সংবাদ,
স্বতঃস্ফূর্ত থাকি আমি নিজস্ব স্টেশনে !!


কুষ্টিয়া,১৯৭৫
[কাব্য গ্রন্থ : আয়নায় নিসর্গ রমণ]