আমি বাংলাতে ডাকি প্রভু
খূঁজি বাংলায় অবতার
বাংলাতে বুঝি মায়ের দরদ
বাংলায় মুক্তি আমার।


বাংলাতে আমার প্রেম বিরহ
বাংলাতে সূখ উন্মুখ
বাংলাতেই হাসি-কান্না আমার
বাংলায় স্বর্গ সূখ।


বাংলায় করি প্রার্থনা
করি বাংলায় উপবাস,
বাংলায় করি তীর্থ ভ্রমণ
বাংলায় যোগাভ্যাস।


বাংলায় হই বাউল -
ত্যাগিয়া ভোগী জীবনবাদ
বাংলায় লভি উচ্চ মার্গ
স্বপ্ন বাংলায় শান্তিবাদ।


আপনি আচরি ধারন করি
চেতনায় মহা সত্য
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু তুমি নিত্য।