আলোকিত আঁধার এক
ঘোর কৃষ্নচ্ছায়ায় গ্রাস করে স্বপ্নের অমনিবাস
আত্মমর্যাদা, বাক স্বাধীনতা
চিরন্তন মুক্তির স্বপ্ন মুখ থুবড়ে, চারিদিকে শকুনির উল্লাস!


ভেজানো পাটা’শের মতো খুলে খুলে আসে মূল্যবোধ
নীতি নৈতিকতা, পরম্পরা- হারিয়ে যায়
হাওয়াই মিঠাই স্বাদে! দুর্বৃত্তায়নের বেনো জলে ভাসে সাধ
আশার বামন তারকা ব্লাকহোলে হারায় ।


অদৃশ্য হাত টুটি চেপে ধরে, জুজুর ভয়
বত্রিশ থেকে বায়ান্ন, গুম, খুন, ত্রাসের বিষবাষ্পে বন্ধ নি:শ্বাস,
প্রতিবাদের তীরে কেবলই ভাঙ্গন, অর্বাচীনতার
সুবোধ নির্বাসনে, কুনঠে বাহে জাগো সবাই কেবলই দীর্ঘশ্বাস!


মাংস পঁচা গন্ধে ভারী বাতাস
গণতন্ত্রের অকাল মৃত্যুতে শোক সভাও হয়নি কোন
বেওয়ারিশ পড়ে থাকে মর্গে
ত্রিশ ডিসেম্বর গভীর রাতে আততায়ীর সিলে মরণ!


পোষ্টমর্টেমের দাবি করেনি কেউ
সনাক্তকারীর অভাবে দেহটা নেয় আন্জুমান
ছ-থেকে পাঁচ শকুনির ভাগারে নেয় ভাগ
নিরাশার গহ্বরে স্তব্দ জনতার নির্বাক ক্রন্দন!!!