ভালবাসা কি ভেবে হয়? এ আপনাতেই আসে হৃদয়ে
কালোত্তীর্ন প্রহরে আপনাতেই ছুঁয়ে যায় হাতে হাতে
হৃদয়ে হৃদয়, না বলা কথারা বাঙময় হয় দৃষ্টিতে,
চাঁদেতে গ্রহন লাগে, তাই
শুধু তোমার টলটলে চোখেই
খুঁজে ফিরি আমাদের প্রতিচ্ছবি!


নিকানো উঠোন
স্বপ্নের ঝরা পাতায় ভরে গেছে
কেউ আলতা রাঙা পায়ে এসে হাটেনি
লাল ডুরে শাড়িতে, বিভ্রমে কচলে চোখ লাল হলেও
কর্পোরেট প্রেমে, আধাআধি খাবার কথায় পালায় প্রিয়ে--
ফাস্টফুড চাইনিজের আলো আঁধারে
হারিয়ে গেছে রুপাই সাজু- পাগল অভিধা নিয়ে
বিস্ময়ে চেয়ে থাকি- নক্সি কাথার মাঠ
বদলে যায় লিটনের ফ্লাটে!!!


কাব্যে আর জীবনের ফারাকটুকু
যেদিন চোখে পষ্ট হয়ে গেল
স্বপ্নেরা কর্পূরের মতো উবে গেল
গল্প কথা ভাবনারা পাজেরো লেক্সাসের তলে চাপা পড়ে
স্বপ্নগুলোকে কেবলই স্বপ্ন মনে হয়
সস্তা হোটেলে নাক মূখ গুজে খেতে বসে কর্ম ক্লান্ত
ভাবনারা আর ডানা মেলে না!
ভালবাসা ~ রেষ্ট হাউজের স্বপ্নিল আলোক বিভ্রম!


ঘুমেও তোমার স্পর্শ কেটে যায়
এনোফিলিস বিভ্রাটে- তোমার কবিতার সুর কেটে যায়
গুনগুন গুঞ্জনে-সাথে চামড়ায় জ্বালাপোড়া- কি করে অনুভব করবো বলো?


কোন পুরাতাত্ত্বিক শব্দ সন্ধানে
ভালবাসা বুঝি সবচে প্রাচীনতর অভিধা
আটপৌড়ে টানাটানির জীবনে ভাবি শুধু কারনে অকারন ,
কি আজব জীবন পেলাম--
তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে।।