দীর্ঘশ্বাসের দেখে পেলেই বা কি হবে?
তুলিতে করে কি আঁকবে
হৃদয় ছেড়া মহৎ কোন চিত্রকর্ম!
স্বপ্নের সমসাময়িকতাই অনেক ব্যাথার কারণ
জীবনের অপূর্ণতাগুলো মাথাচাড়া দিয়ে উঠলে
অকারণ প্রতিযোগীতা-হারিয়ে যায় মৌলিক স্বপ্ন গুলো।


উচিত অনুচিতের বাঁধা ভেঙ্গে গেলে
চেনা সুরতো অচেনা লাগবেই-স্মৃতি যতই দহন করুক
সময়কে জয় করার জ্ঞান না এলে
সময়ের কূপজলে হাসফাস-
সাগর দর্শন হয়ে ওঠে না, প্লাবন না এলে...


ভুলের আক্ষেপ ছেড়ে
পা বাড়াও -দিগন্তের কাশফুল তোমার খোঁপায়।।